Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    ৬ ও ৭ নং ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||মোঃ ওয়ালিউল্যাহ||গতকাল  রবিবার বিকেলে নগরীর জোগাড়েটস্থ মোসলেম মেমোরিয়াল স্কুল মাঠে ৬ ও ৭ নং ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুুস্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়রতালুকদার আব্দুল খালেক।

    সিটি মেয়র বলেন, শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের সংগ্রামে সব সময় তাদের পাশে থাকবো।  তারা মাথার ঘাম পায়ে ফেলে জীবন জীবিকার জন্য কাজ করে। সেই শ্রমিকদের যারা জিম্মি করে ভাগ্য গড়তে চায় তাদেরকে নেতৃত্ব থেকে দূরে রাখতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করছে। সরকার সকল শ্রেণি পেশার মানুষের উন্নয়ন চায়। অথচ সরকারের কর্মপ্রচেষ্টাকে ব্যাহত করার জন্য যারা সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ব্যবসা, ভ‚মিদস্যুতা ইত্যাদি অপকর্মকে জিইয়ে রাখছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

    সিটি মেয়র গতকাল রবিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নগরীর জোগাড়েটস্থ মোসলেম মেমোরিয়াল স্কুল মাঠে ৬ ও ৭ নং ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি মেয়র কেসিসি’র সাবেক কমিশনার মরহুম মোসলেম উদ্দিন খান-এর স্মৃতিচারণ করে বলেন, তিনি ঘাট এলাকার উন্নয়নে এবং শ্রমিকদের কল্যাণে অবদান রেখে গেছেন। কর্মের মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে উল্লেখ করে সিটি মেয়র বলেন, মোসলেম উদ্দিন খানও তার কর্মের মাধ্যমে  মানুষের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন।
    ৬ ও ৭ নং ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো: মাহাবুব হাসান শামীম-এর সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না, ৬ ও ৭ নং ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আ’লীগ নেতা মো: আশরাফুল ইসলাম, কেসিসি’র কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ ও সাবেক কাউন্সিলর মারুফা খান। অন্যান্যের মধ্যে ৬ ও ৭ নং ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন মিয়া, মোল্লা হায়দার আলীসহ আওয়ামীলীগ ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad