চিরবিদায় নিলেন বিএনপি’র খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||শরিফুল ইসলাম||শোকে বিহ্বল হাজারো নেতাকর্মী, আত্মীয় পরিজনের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নগরের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম (৭১)। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।
গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) নগরীতে পৃথক তিনটি জানাজা শেষে তাকে খালিশপুরস্থ গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়েছে।গত মঙ্গলবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে খুলনায় বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কাজী সেকেন্দার আলী ডালিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, বিকেল ৩টায় নগরীর শহিদ হাদিস পার্কে দ্বিতীয়, খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বাদ আসর তৃতীয় এবং বাদ মাগরিব বৈকালী মোড়ে চতুর্থ (শেষ) জানাজা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং মরহুমের বড় ছেলে। জানাজা পড়ান মাওলানা আব্দুল মান্নান। জানাজা শেষে আওয়ামী লীগ, মহানগর ও জেলা বিএনপি, শ্রমিক দল, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এ্যাবসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
জানাজায় বিএনপি নেতৃবৃন্দের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ও নগর আ’লীগের সভাপতি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানাসহ সকল স্তরের নেতাকর্মী ও সাধারন জনতা।
No comments
please do not enter any spam link in the comment box.