খুলনায় যুবক হত্যাকান্ডে ৬ আসামীর যাবজ্জীবন||খুলনার খবর২৪
প্রতিকি ছবি |
আজ সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারি অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। রিপন রায় বটিয়াঘাটা উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের রাম প্রসাদ রায়ের ছেলে। ২০০৭ সালের এপ্রিলে রিপনকে কুপিয়ে হত্যা করা হয়। সে স্থানীয় খলশীবুনিয়া বাজারে সিডি দোকানের ব্যবসা করতো। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন উপজেলার বৃত্তি শলুয়া এলাকার নুর মোহাম্মদের ছেলে মনিরুজ্জামান ঘরামী, পারশেমারির মজিদ সরদারের ছেলে হুমায়ুন সরদার, গাওঘরার আমজেদ সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার, নুর শেখের ছেলে এনামুল শেখ, আঃ খালেক শেখের ছেলে আঃ কাদের শেখ ও সিরাজ শেখের ছেলে পিন্টু শেখ। খালাশপ্রাপ্ত দু’জন হলেন একই এলাকার হুমায়ুন কবির বাবু ও আঃ হান্নান মল্লিক।
আদালতের নথী সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১এপ্রিল রাতে বটিয়াঘাটা উপজেলার গড়িয়াডাঙ্গার রাম প্রসাদ রায়ের ছেলে রিপন তার ব্যবসা প্রতিষ্ঠান (সিডির দোকান) থেকে বাড়ি ফিরছিলেন। পুর্ব শত্রুতার জের ধরে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। পরদিন সকালে বৃত্তি খলশীবুনিয়া এলাকার রাস্তার পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বটিয়াঘাটা থানা পুলিশ রিপনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন। এঘটনায় ২এপ্রিল রিপনের বাবা বাদি হয়ে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১০ সালের ২০জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র এস.আই খান মাহবুবুর রহমান ৮জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন।
No comments
please do not enter any spam link in the comment box.