ডুমুরিয়ায় অবৈধ ইটভাটায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||আলহাজ্ব ইয়াকুব রাজা||খুলনার ডুমুরিয়া উপজেলায় চারটি অবৈধ ইটভাটার মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সঞ্জীব দাশ এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়, ইট তৈরির জন্য মাটি ব্যবহারের অনুমোদন না থাকা, লাইসেন্স ও ছাড়পত্র ছাড়া ইট পোড়ানো এবং ফসলী জমি ও আবাসিক এলাকার পাশে নদীর জায়গা দখল করে ইটভাটা স্থাপনের অভিযোগে গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রানাই গ্রামের মের্সাস এফএম ব্রিকস, আল-আমিন ব্রিকস,কেবি ব্রিকস, এমবি ব্রিকস নামের চারটি ইটভাটার প্রতিটিকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
স্থানীয় এলাকাবাসি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে। এতে এলাকার পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এছাড়াও সাতদিনের মধ্যে ইটভাটার লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র ঠিক করার জন্য সময় দেয়া হয়েছে মালিকদের।
No comments
please do not enter any spam link in the comment box.