Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    মোংলায় করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় লকডাউন ঘোষনা- খুলনার খবর

    এস,এম কামরুজ্জামান টুকু,মোংলা প্রতিনিধি|| মোংলায় উদ্ধেগজনক হারে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় আগামিকাল রবিবার (৩০মে) থেকে কঠোর বিধি নিষেধ (লকডাউন) আরোপ করেছে উপজেলা প্রসাশন।এই বিধি নিষেধ আগামীকাল রবিবার হতে পরবর্তী ০৮ দিনের জন্য বলবৎ থাকবে।মোংলা উপজেলা নির্বাহী অফিসার জনাব, কমলেশ মজুমদার সংশ্লিষ্ট কমিটি কর্তৃক গৃহীত নির্দেশনা সকলকে মেনে চলার অনুরোধ করেন। 

    ঈদের পর পরই হঠাৎ করেই মোংলায় বেড়ে যায় করোনা সংক্রমনের হার, প্রসাশনের পহ্মথেকে বার বার স্বাস্থ্য সচেতনতার কথা বলা হলেও সাধারণ মানুষের মাঝে  রয়েছে সচেতনতার অভাব।কোন ভাবেই তার সচেতনতার নির্দেশনা মানছেনা।যেকারনে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

    এই বিধি নিষেধে বলা হয়েছে, মাস্ক পরা ব্যাতীত কাউকে পাওয়া গেলে তাকে আইন মোতাবেক শাস্তির আওয়াত আনা হবে। এবং মোংলা পৌর শহরে প্রবেশ সংকুচিত ও সীমিত থাকবে। জরুরি পরিবহন ব্যতীত কোন যানবাহন ঢুকবে না। বিভিন্ন পয়েন্টে পুলিশ, আনসার ও সেচ্ছাসেবক থাকবে। ঔষুধ, জরুরি কৃষিপণ্য ব্যতীত সকল দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার, মুদিদোকান, মাংস, মাছ ও ফলের দোকান সকাল ০৬ টা হতে বিকেল ০৩টা পর্যন্ত খোলা থাকবে।

    হোটেল রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না। তবে পার্সেল নেয়া যাবে। অন্য এলাকা, লাইটার, জাহাজ, বড় জাহাজ লঞ্চ হতে কেউ পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad