বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত -খুলনার খবর
ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি|| বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত।আজ মঙ্গলবার বেলা ১টায় স্হানীয় পরিষদ সন্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
বাজেটর আয়-ব্যয় ও ২০২১-২২ অর্থ বছরে ইউনিয়নে প্রস্তাবিত প্রকল্প নিয়ে বিষদ আলোচনা করা হয়।এ সময় উপস্হিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাবেক ইউপি সদস্যা কানন মল্লিক, ইউপি সদস্য প্রসেনঞ্জিৎ মন্ডল, অলোকেশ মল্লিক, এ্যাডঃ অনাদি মন্ডল,সাংবাদিক ইমরান হোসেন, মাওঃ আবু মুসা, সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি সদস্যবৃন্দ। প্রধান অতিথি তার বক্তৃতায় বাজেটকে আরোও গতিশীল করার জন্য চেয়ারম্যান, ইউপি সচিব, ও সদস্যদের দৃষ্টি আকর্ষন করেন। ইউপি সচিব শামিমুজ্জামান বাজেট পেশ করেন।
বটিয়াঘাটা অফিসঃ-জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন,বর্তমান সরকারের প্রধানমণ্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই দূর্যোগকালীন এই সময়েও নানান প্রকার সুযোগ সুবিধা সহ ভাতা প্রদান করে যাচ্ছে।কেউ অসুস্হ্য হলেও তাকে চিকিৎসা ভাতা পর্যন্ত প্রদান করে যাচ্ছে।আজ মঙ্গলবার বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ৫ হাজার টাকা করে শিক্ষা সহায়ক ভাতা প্রদান এবং অসহায় হতদরিদ্রের মাঝে মোট ৮৫ জন কে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা অনুদান প্রদান কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আঃ হাই সিদ্দিকী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সাংবাদিক ইমরান হোসেন,ইউপি চেয়ারম্যান হাদী উজ্জামান হাদী,বিআরডির চেয়ারম্যান ফরিদ রানা,আলীগ নেতা আকরাম হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ।
No comments
please do not enter any spam link in the comment box.