Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অনলাইন গেইম, শেষ করে দিচ্ছে মাগুরার বর্তমান প্রজন্মের ভবিষ্যত-খুলনার খবর

    সৈয়দ বুলবুল আহমেদ পারভেজ (মাগুরা প্রতিনিধি)|| করোনা কালীন সময়ে বছরের পর বছর স্কুল বন্ধ। ছাত্র-ছাত্রীরা ভুলেই গেছে স্কুলের স্বাদ। বাড়িতে বসে অনলাইনে ক্লাস করবে এই মর্মে অনেকেরই জুটেছে এন্ড্রয়েড মোবাইল ফোন। পড়ালেখা হয় না। সারাদিন চলে ফ্রী-ফায়ার,  পাবজি'র মতো অনলাইন গেইম। চলে আইডি বেচা কেনা ও জুয়া। 

    মোবাইল গেইম এর মাধ্যমে কমল মতি স্কুল ছাত্ররা গেইম এ আসক্ত হওয়ার পাশাপাশি আসক্ত হচ্ছে জুয়ায়। গেইমের মাধ্যমে কিনছে ভার্চুয়াল সরঞ্জামাদি। এইকাজে সহযোগিতা করছে বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান বিকাশ। বিকাশের মাধ্যমে তারা কিনছে ভার্চুয়াল ডায়মন্ড সহ অনেক কিছু। 

    অনলাইন ও গেইমের সরঞ্জামাদি কিনতে ছোট ছোট বাচ্চারা পাড়া দিচ্ছে অপরাধ জগতে, তৈরী করছে কিশোর গ্যাং। মাগুরা সদর থানার হাজিপুর গ্রামে একটি কিশোর গ্যাং অনলাইন গেইম খরচ বহন করতে তারা রীতিমতো চুরির মতো অপরাধ জগতে পা বাড়িয়েছে। 

    একজনের দেখা দেখি অন্য বাচ্চারাও মোবাইল কিনে দেয়ার জন্যে গরীব বা-মা কে চাপ দেয়। কিনে না দিতে পারলে সুইসাইড করার হুমকি দিচ্ছে। ৮/৯ বছরের বাচ্চা থেকে ২৫/২৬ বছরের লোকজন এই অনলাইন গেইমে আসক্ত। 

    ক্লাস থ্রি এর ছাত্র অর্পন খেলছে ফ্রী-ফায়ার।  তাকে বলা হলো যে বাংলাদেশ সরকার এই গেইম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।  সংগে সংগে তার উত্তর সে ভিপিএন ডাউনলোড করে নিবে।  সরকারের এই সিদ্ধান্তে নাকিবতার যায় আসে না! 

    এই ভাবেই কি শেষ হয়ে যাবে এই প্রজন্ম? এই প্রশ্ন মাগুরার নিরিহ ভুক্তভোগী অভিভাবক দের। ইন্ডিয়ান টিভি চ্যানেল স্টার জলসা,  জিটিভি শেষ করে দিয়েছে আমাদের এই অঞ্চলের মেয়েদের।  এখন ভুক্তভোগী স্বামী গন নিরবে চোখের পানি ফেলে।  এখানাকর মানুষ জন আশংকা করছে এই অনলাইন গেইম  ইন্ডিয়ানদের গেইমিং প্রতিষ্ঠান গুলির আর একটি চাল।  তারা কি মেধা শুন্য করতে চাই এই প্রজন্মের?  তারা আমাদের সন্তানদের কি বুদ্ধিপ্রতিবন্ধী বানাতে চাই? 

    স্থানীয় সাধারণ অবিভাবক গন প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছে।  তারা এখনও আশা করছে তাদের সন্তান গন ফিরে আসবে স্বাভাবিক জীবনে। 

    যদি এই প্রজন্ম এই কারনে মেধা শুন্য বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে যায় তবে এর দায় কার? 

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad