খুলনায় ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ - খুলনার খবর
মোঃ ইয়াকুব রাজা,সহ-সম্পাদক||ঈদুল ফিতরকে সামনে রেখে খুলনায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।আজ বুধবার (৫ মে) থেকে জেলা শহরসহ জেলায় প্রবেশের সকল পথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট।মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
বাইরে থেকে যারা খুলনায় প্রবেশ করছেন তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রয়োজনে যানবাহনে তল্লাশীও করছেন পুলিশের সদস্যরা।এ সসয় তল্লাশির পাশাপাশি সচেতনতামুলক প্রচারনাও করছেন। সবাইকে মাস্ক পরতে উৎসাহিত করছেন।পাশাপাশি অযথা বাইরে ঘোরাঘুরি না করার অনুরোধও জানান।
প্রতি বছরের মতো এবছর ঈদকে সামনে রেখে যে কোন অপ্রিতিকর পরিস্থিতি এড়াতেই পুলিশের এই বাড়তি সতর্কতা বলে জানিয়েছেন খুলনা পুলিশ সুপার। একই সাথে করোনা পরিস্থিতিতে ভিড় ও গণ জমায়েতের মতো পরিস্থিতি সৃষ্টি না হতে পারে সে বিষয়টিও দেখবে পুলিশের সদস্যরা।
No comments
please do not enter any spam link in the comment box.