Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অভয়নগরে ব্যবসায়ী দেবাশীষ হত্যার রহস্য উন্মোচন,গ্রেফতার-২-খুলনার খবর

    প্রনয় কুমার দাস,অভয়নগর প্রতিনিধি || অভয়নগরে ডাকাতের হাতে ব্যবসায়ী দেবাশীষ খুনের রহস্য উন্মোচন করেছেন যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    গত ২৬ এপ্রিল রাত পৌণে এগারোটার সময় অভয়নগর উপজেলার চলশিয়া গ্রামের ব্যবসায়ী দেবাশীষ সরকার ওরফে সঞ্জয় এর বাড়িতে ডাকাতির সময় কালে ডাকাত দল দেবাশীষ, তার স্ত্রী, তার মা ও মেয়েকে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই দেবাশীষ সরকার মারা যায়। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি এডভোকেট তপন কুমার বিশ্যাস বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। মামলা নং-২৬, তারিখ -২৬/০৪/২০২১ ধারা- ৩৯৬ পেনালকোড দায়ের করেন। মামলাটি পিবিআই এর নিকট যায়। পিবিআই সূত্র জানায়, ডিআইজি বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম এর সঠিক তত্ত্ববধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন এর নেতৃত্বে পিবিআই যশোরের একটি চৌকস দল গত (২০ মে) গ্রেফতার করে।গ্রেফতার কৃরা লেন, মোঃ সেলিম খা (৩৮), আরেকজন মোঃ নান্টু শেখ (৪৯)।পরে পুলিশের জিঞ্জাসাবাদে তাদের স্বীকারোক্তিতে লুন্ঠিত ৮ ভরী স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল উদ্ধার করেন। আসামি সেলিম খা ও নান্টু শেখকে গতকাল শুক্রবার যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দেবাশীষ মন্ডল বলেছেন তদন্ত অব্যাহত রয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad