Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় বন্ধন সামাজিক সংস্থার পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি

    জহিরুল ইসলাম রাতুল,স্টাফ রিপোর্টার||আজ সোমবার (১০মে) খুলনার রয়েল মোড়ে বন্ধন সামাজিক সংস্থা(বসাস) এর পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

    এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক  শফিকুর রহমান পলাশ এবং  ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি ফয়েজুল ইসলাম টিটো সহ আরো অনেকেই। 

    সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ এইচএম জিহানুর রহমান খান আমাদের জানান,বন্ধন সামাজিক সংস্থা(বসাস) খুলনার অন্যতম সামাজিক সংস্থার মধ্যে একটি যার পথচলা শুরু হয় ২০১৯ সালের রমজান মাসে। 

    প্রথমে স্বল্প পরিসরে শুরু করলেও আজ তা বৃহত আকার ধারণ করেছে। তার সাথে সহকর্মী হিসেবে আছেন এস এম তাসফিকুজ্জামান, কাজী নাফিউ জায়েদ,মোস্তাফিজুর রহমান, আদনান সামির,আবু হাসিব, আবির বিশ্বাস নিরব, রাকিব হাসান রাকিব, মোহাম্মদ আলী সহ আরো অনেকে। ভবিষ্যতে এই কার্যক্রম আরো বড় পরিসরে করার কথাও জানান ডাঃ এইচএম জিহানুর রহমান খান।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad