বৃষ্টি উপেক্ষা করে শেষ মুহুর্তেও জমজমাট নওয়াপাড়ার ঈদ বাজার- খুলনার খবর
প্রনয় কুমার দাস,অভয়নগর প্রতিনিধি||এত বৃষ্টির মধ্যে শেষ মুহুর্তেও জমজমাট হয়ে উঠেছে অভয়নগরের শিল্প-বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ার ঈদ বাজার।
গার্মেন্টস, জুতা, শাড়ি এবং কসমেটিকসের দোকানে তিল ধারণের ঠাই মিলছে না। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব মার্কেটে বেচাকেনা করতে ভিড়ে জমজমাট অবস্থা।
গার্মেন্টসের মালিকদের সাথে কথা বলে জানা যায়, হঠাৎ করে বাজার জমে ওঠায় বেচাকেনা ভালোই হচ্ছে। তবে সবখানেই উপেক্ষিত স্বাস্থ্য বিধির নিয়মাবলি। অধিকাংশ ক্রেতা ও দোকানদারদের মুখে মাস্ক নেই। এছাড়া স্যানিটাইজ ব্যবস্থাও নেই অধিকাংশ দোকানে। এ অবস্থায় চলছে নওয়াপাড়ার ঈদ বাজার।
উপজেলা প্রশাসন দাবি নিয়মিত মনিটরিং অব্যাহত রয়েছে। কিন্তু মাঝে মাঝে বিকেলে ছাড়া উপজেলা প্রশাসনের কোন তদারকি দিনভর দেখা যায়নি। তাছাড়া রাত আটটার পর পুলিশি তৎপরতা লক্ষ করা যায়। বাজার কমিটি, স্থানীয় জনপ্রতিনিধিদেরও সাস্থ্যবিধি মানার ব্যাপারে নজরদারির নির্দেশনা থাকলেও তাদের তৎপরতাও দেখা যায়না। ফলে ঈদের পরে নোয়াপাড়াসহ অভয়নগর উপজেলায় করোনার সংক্রমণ বাড়ার আশংকা করছেন সচেতন মহল ও স্বাস্থ্য বিভাগ।
No comments
please do not enter any spam link in the comment box.