Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    ঘুর্নিঝড় " ইয়াস"এর প্রভাবে দাকোপ উপজেলায় ব্যপক ঝড়বৃষ্টি-খুলনার খবর

    হরষিত বৈদ্য,দাকোপ উপজেলা প্রতিনিধি||খুলনা জেলার দক্ষিণে দাকোপ উপজেলার সুন্দরবনের পাশ্বর্বতী সুতারখালী ইউনিয়নের সুতারখালী গ্রামে ঝড় ইয়াস হামলা চালায়।

    সুতারখালী গ্রামের অনেক স্থানে পানির চাপ অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে তেলীখালী বাজারে উঠে গেছে নদীর পানি।বাজারের দোকানের ভেতরে চলছে পানীর খেলা।সবাই দোকানের মালামাল নিয়ে চিন্তিত। অনেকে ব্যাস্ত তাদের জানমাল নিরাপদে সরিয়ে নিতে।  

    এছাড়া  উপকূলীয় জেলাসমূহ সহ উপজেলার সবখানেই দফায় দফায় দমকা ঝড়ো বাতাসসহ  বৃষ্টি হচ্ছে আজ বুধবার সারাদিন। যেহেতু ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব আমাদের দেশে পড়ছেনা তাই এই ঘূর্ণিঝড়ে বাতাসজনিত ক্ষয়ক্ষতি তেমন না হলেও ভরা পূর্ণিমার প্রভাবে উপকূলীয় অনেক এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে।যেটা অনেকটা ক্ষতির অন্যতম কারণ।দেশের সকল সমুদ্রবন্দরে ৩নং স্থানীয় সতর্কসংকেত বহাল আছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad