খুলনার ফুলতলায় ট্রাক ও মাহেন্দ্রার সংঘর্ষে নিহত ১,আহত আরও ৬|| খুলনার খবর
খুলনার ফুলতলায় ট্রাক ও মাহেন্দ্রার সংঘর্ষে রিন্টু (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনা আহত হয়েছেন আরও ৬ জন।নিহত রিন্টু যশোরের কোতয়ালী থানার শেখবাটি গ্রামের মতিয়ারের ছেলে।আজ সোমবার (১৭মে) সকাল ৮ টা ৪৫ মিনিটের দিকে খুলনা-যশোর মহাসড়কের দামোদার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়,ফুলতলা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী মাহেন্দ্রার সাথে ফুলতলাগামী ট্রাকের (ঢাকা মেট্রো- ঢ, ১১-০৮২১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রা দুমড়ে মুচড়ে যায়।এ সংঘর্ষে মাহেন্দ্রার যাত্রীসহ ৭ জন গুরুতর আহত হন। তাদেরকে আহতবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে রিন্টু নামের একজনের মৃত্যু হয়।
এছাড়া আহতরা হলেন, আঃ রহমান (৩০), জামাল (৩৫), তাসনিম (০৭), খোকন (৩৫), ফয়সাল (৩০) ও মামুন (৩০)।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দীন বলেন, ‘ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রাকে ধাক্কা দেওয়ায় দুর্ঘটনাটি ঘটে। পরবর্তীতে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.