Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অরক্ষিত বেড়িবাঁধের কারনে গোটা উপকূল লোনা পানিতে প্লাবিত-খুলনার খবর

    পরিতোষ কুমার,মুন্সিগঞ্জ প্রতিনিধি|| আম্ফানের এক বছরের রেশ কাটতে না কাটতেই দক্ষিণ-পশ্চিম উপকূলে মানুষের জীবনে আবারও তকতকে ঘায়ের সৃষ্টি করেছে ইয়াশ।

    গতকাল বুধবার (২৬ মে) দুপুরের উচ্চ জোয়ারে কারনে উপকূলের বেড়িবাঁধ উপচিয়ে পানি ভিতরে প্রবেশ করে। ২৫ মে রাতের জোয়ারে বেড়িবাঁধের কানায় কানায় পানি উঠলেও স্থানীয় জনগণের সতর্কতার জন্য পানি ভিতরে প্রবেশ করতে পারিনি। কিন্তু দুপুরের উচ্চ জোয়ার এত প্রবল ছিল যে, সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা, খুলনা জেলার পাইকগাছা, দাকোপ ও কয়রা উপজেলা এবং বাগেরহাট জেলার শরণখোলা, মংলা উপজেলার নদীর তীরবর্তী ইউনিয়নগুলোর বেড়িবাঁধ লোনা পানির হাত থেকে রক্ষায় ব্যর্থ প্রমানিত হয়েছে।

    ষাটের দশকে কৃষি ফসল উৎপাদনে বেড়িবাঁধ নির্মীত হলেও আজ হয়েছে দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের গলার ফাঁস। দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের এখন প্রাণের দাবী “উপকূল সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মান করতে হবে।”

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad