Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    নগরীর সঙ্গীতা সিনামা হ‌লের সাম‌নে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত- খুলনার খবর

    মঈনুল হাসান ডলার,খুলনা|| নগরী‌র সঙ্গীতা সিনামা হ‌লের সাম‌নে সড়ক দুর্ঘটনায় মঞ্জুর আলম (৬০) না‌মের এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছে। তি‌নি দৌলতপুর রেলও‌য়ে ক‌লোনীতে থাকতেন। এ ঘটনায় সিএন‌জি চালক জালাল হো‌সেনও গুরুত্বর আহত হ‌য়ে‌ছেন।আজ সোমবার (৩১মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘ‌টে।


    প্রতক্ষদর্শী ও পু‌লিশ সুত্রে জানা যায়, নিহত মঞ্জুর দৌলতপুর থে‌কে সিএন‌জিতে করে ডাকবাংলার দিকে যাচ্ছিলেন।পথিমধ্যে সঙ্গীতা সি‌নেমা হ‌লের নিকট পৌঁছামাত্র এক সাইকেল চালককে বাঁচাতে সিএনজি চালক নিয়ন্ত্রণ হারি‌য়ে আইল্যান্ডের সা‌থে স‌জো‌রে ধাক্কা মে‌রে দেয়। এ সময় তি‌নি গাড়ী থে‌কে প‌ড়ে গি‌য়ে মারাত্মক জখম হন। এলাকাবাসী তা‌কে উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লে‌জে নি‌য়ে গে‌লে কত‌র্ব্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ব‌লে ঘোষণা করেন।
    এসময় চালক জালাল হো‌সেনও মারাত্বক জখম হয়।তাকেও হাসপাতা‌লে ভর্তি করা হয়।

    বর্তমানে তিনি চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।পুলিশ সিএনজি আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad