চাঁদ রাত থেকে ১৬ মে পর্যন্ত সকল দোকান ও শপিংমল বন্ধ -দোকান মালিক সমিতি
খুলনার খবর|| ঈদের আগের দিন রাত থেকে আগামী ১৬ মে পর্যন্ত সকল দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটির নেতারা জানিয়েছেন, বিধি-নিষেধের (লকডাউন) মধ্যে এবার সব খাতের মালিক শ্রমিকদের নিজ কর্ম এলাকায় ঈদের ছুটি কাটাতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।এজন্য ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়।
এমন পরিস্থিতি করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই রোজার ঈদ আসন্ন। এর মধ্যে শর্ত সাপেক্ষে ২৫ এপ্রিল থেকে দোকান মালিকদের মার্কেট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছিল সরকার। এ সময় ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলেও বিক্রি তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে নিন্ম মধ্যবিত্তি বা নিম্ন আয়ের মানুষ ফুটপাত বা সাধারণ দোকান থেকে ঈদের কেনা-কাটা করছেন।এবং সেখানে বেচা কেনাও বেশি।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলালউদ্দিন জানান, দোকানপাট খোলা হলেও বিক্রি তেমন একটা হচ্ছে না। আমাদের কাছে যে তথ্য রয়েছে নিম্ন আয়ের মানুষ ফুটপাত বা সাধারণ দোকান থেকে জরুরি প্রয়োজন এমন জামাকাপড় কিনছেন। আর উচ্চবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণিরা মার্কেটে একবারেই কম আসছেন। এজন্য শাপিং মলে দোকানে ক্রেতা শূন্য বলা যায়।
তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে ১৬ মে পর্যন্ত লকডাউন দেওয়া আছে। আমরা দোকান মালিকদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৬ মে পর্যন্ত দোকান বন্ধ রাখার। এই হিসেবে দোকন কর্মচারীদের ছুটি চাঁদ রাত থেকে ১৬ তারিখ পর্যন্ত দেওয়া হবে।
No comments
please do not enter any spam link in the comment box.