খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনিুষ্ঠিত-খুলনার খবর
খুলনার খবর|| আজ বুধবার (১৯মে) নগরীর শিববাড়ি মোড়ে খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোজিনা ইসলামকে হেনস্থা ও নির্যাতনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনিুষ্ঠিত হয়।
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগ এনে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক মামলা দায়ের এবং ৫ ঘন্টা অবরুদ্ধ করে রেখে হেনস্থা ও হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন খুলনা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ।
এসময় সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনিুষ্ঠিত হয়।একই সাথে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও নির্যাতনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান নেতৃবৃন্দ।
No comments
please do not enter any spam link in the comment box.