যশোরের শার্শায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার-খুলনার খবর
খুলনার খবর|| যশোরের শার্শায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের আব্দুর রশিদের ছেলে ইসরাফিল হোসেন (৩০) ও একই গ্রামের নাজমুুল হুদার ছেলে তুহিন (২৭)।
প্রতিবেশীদের সুত্রে জানা যায়, শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তি দীর্ঘদিন বিদেশে থাকায় তার স্ত্রীকে একই গ্রামের ইসরাফিল নানান রকম কুপ্রস্তাব দিয়ে আসছিল। সে প্রস্তাবে সাড়া না পেয়ে গত শনিবার (২৯ মে) রাত ৯ টার দিকে ইসরাফিল ও তুহিন ওই নারীকে বাড়ি থেকে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।এ ঘটনায় শার্শা থানায় গতকাল রোববার একটি মামলা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।এবং অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ধর্ষণের শিকার হওয়া ওই নারীকেও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সোমবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে পাঠানো হবে।
No comments
please do not enter any spam link in the comment box.