প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, সম্পদ -তালুকদার অাব্দুল খালেক
খুলনার খবর|| আজ বুধবার (০৫ মে) দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের উদ্যোগে শহিদ হাদিস পার্কে একশত অসহায় প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার অাব্দুল খালেক। এসময় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ।তাদের অবহেলার কোন সুযোগ নেই।সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা চালু করেছে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ।
তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের পাশে থেকে আত্মমানবতার সেবায় কাজ করে। করোনাভাইরাস সংক্রমণ শুরু থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষকে সহযোগিতা করছে।
এসময় একশত প্রতিবন্ধীদের মাঝে মাথাপিছু সাড়ে সাত কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি আলু, এক লিটার তেল, সুজি ৫০০ গ্রাম ও এক কেজি লবণের প্যাকেট বিতরণ করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.