Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    সাতক্ষীরায় পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ উপহার এবং মৃত শ্রমিকদের এককালীনভাতা প্রদান- খুলনার খবর

    খুলনার খবর|| সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ উপহার এবং মৃত শ্রমিকদের পরিবারের মাঝে এককালীন অনুদান প্রদান করা হয়েছে।

    গতকাল শুক্রবার (০৭ মে) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের সভাপতি মোঃ আরশাদ আলী খোকা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শ্রমিকদের ঈদ উপহার ও অনুদান বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,জননেত্রী শেখ হাসিনা সকল শ্রেণি পেশার মানুষের কথা ভাবেন বলেই করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মটর শ্রমিকদের করোনাকালীন ভাতা দিয়েছেন।শ্রমিকদের কল্যাণে ও শ্রমিকদের সুবিধার্তে প্রধানমন্ত্রীর সহযোগিতা সব সময় থাকবে। তিনি আরো বলেন, আগামী ২০২২ সালে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয় সে বিষয়ে আমার সর্বাত্বক সহযোগিতা থাকবে।

    এসময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু,জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমানসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

    জেলা বাস মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ৩ হাজার শ্রমিকের মাঝে ঈদ উপহার এবং ১৫ জন মৃত শ্রমিকদের পরিবারের মাঝে এককালীন ৫ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়।সেই সাথে এমপি রবির পক্ষ থেকে করোনার সংক্রমণ রোধে মটর শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad