মোংলা বন্দরে মেট্রোরেলের দ্বিতীয় চালানের জাহাজ পোঁছেছে- খুলনার খবর
সাব্বির হাসান আকাশ,বাগেরহাট জেলা প্রতিনিধি||মেট্রোরেলের দ্বিতীয় চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি ওশান গ্রেস।
গতকাল রোববার (৯ মে) দুপুর ২টায় জাপানের কোবে বন্দর থেকে ছয়টি কোচ নিয়ে বন্দরের ৬নং জেটিতে ভিড়ে জাহাজটি।
বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান বলেন, এবারও মেট্রোরেলের ছয়টি কোচের ৪৮টি প্যাকেজ আনা হয়েছে এ জাহাজে। দ্রুত সময়ে বাণিজ্যিক জাহাজ থেকে খালাস করে রেলের ছয়টি বগিই নদীপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ীতে পৌঁছানো হবে।
রেলওয়ের এ কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করেছে বলে জানা গেছে। আর বাংলাদেশে কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হল ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪টি জাহাজে মেট্রোরেলের আরও ১৪৪টি বগি এ বন্দর দিয়ে আমাদানি ও খালাস করা হবে।
এর আগে গত ৩১ মার্চ মেট্রোরেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে আসে এসপিএম ব্যাংকক নামক একটি বিদেশি জাহাজ।
No comments
please do not enter any spam link in the comment box.