Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় নির্দেশনা অমান্য করেই চলছে হোটেল,ফুডকোর্ট ব্যবসা,নিষেধাজ্ঞা না মেনে হোটেলে বসেই খাচ্ছেন সবাই

    করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী চলছে লকডাউন। খাবার হোটেলগুলোতে সরকারি নির্দেশনা ছিল বসে কেউ খাবার খেতে পারবেন না।তবে পার্সেল নিয়ে যেতে পারবেন।সরকারি এই নির্দেশনার গুরুত্ব না দিয়েই হোটেলে বসেই খাবার খাচ্ছে সবাই।আর প্রায় হোটেল ও ফুডকোর্টের দোকান মালিকরা মানছে না এই নির্দেশনা।

    আজ মঙ্গলবার (১৮মে) সন্ধ্যায় সোনাডাঙ্গা-গল্লামারি সড়কে অবস্থিত কিছু ফুড কোর্টে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানের সামনে অনেক গাড়ি পার্কিং করে সেখানে বসে খাবার খাচ্ছে।সেখানকার নিরাপত্তা কর্মীকে জিগ্গাসা করলে তিনি বলেন,বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত চলে এসব ফুডকোর্টের দোকান।সরকারি নির্দেশনার কথা বললে তিনি বলেন আমাদের রাত ১১টা পর্যন্ত দোকান চালানোর অনুমতি নেওয়া আছে।


    খুলনার মজিদ স্মরনীসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় বেশির ভাগই প্রধান সড়কসহ এলাকাভিত্তিক হোটেল খোলা রেখে কাস্টমারদের বসিয়ে খাওয়ানো হচ্ছে।এসময় হোটেল মালিককে জিজ্ঞেস করা হলে তিনি জানান, রাত ৮টা থেকে দোকান বন্ধ আমরা জানি।সারাদিন দোকানে কাস্টমারদের বসিয়ে খাওয়াবো।রাত ৮টায় দোকান বন্ধ করবো। এরকম নির্দেশনা আমরা জানি।

    খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি হোটেলেই বিভিন্ন গন্তব্যের যাত্রীরা হোটেলে বসেই খাবার খাচ্ছে।এভাবে চলতে থাকলে অচিরেই এই করোনা মহামারি অনেক বড় আকার ধারন করবে।এ ব্যাপারে প্রসাশনের তদারকি ও নজরদারি বাড়ানো প্রয়োজন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad