পাংশায় তিন শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী পেলো ঈদ উপহার- খুলনার খবর
খুলনার খবর|| আজ সোমবার (১০ মে) দুপুরে রাজবাড়ী পাংশার বাহাদুরপুর ইউনিয়নের আহম্মদ আলী মোল্লা মেমোরিয়াল অরফানেজ এন্ড ডিসএবন্ড স্কুলের তিন শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ১০০০ টাকা করে নগদ অর্থ উপহার দেওয়া হয়েছে। পাংশা উপজেলা সমাজসেবা অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, রফিকুল ইসলাম, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী সহ স্কুলের বিভিন্ন বিভাগে দায়িত্বে থাকা শিক্ষকবৃন্দ।
No comments
please do not enter any spam link in the comment box.