এমপি-বাবু'র নির্দেশনায় অসহায় পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন শেখ হিরু
মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি||পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু'র পরামর্শ ও দিকনির্দেশনায় উপজেলার গদাইপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৫০০ সুবিধা বঞ্চিত অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পাইকগাছা পৌরসভার সাবেক শ্রমিকলীগের সভাপতি,পাইকগাছা রুটের বাস মালিক সমিতির সভাপতি ও গদাইপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শেখ হারুনুর রশীদ হিরু উক্ত ঈদ সামগ্রী বিতরণ করেন।
আজ সোমবার (১০ মে) বিকালে বাড়ি বাড়ি যেয়ে ৭নং ওয়ার্ডের হত দরিদ্রের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দেশে সরকার ঘোষিত যে চলমান লকডাউন শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় ইউনিয়নের হত দরিদ্রের মধ্যে লকডাউন এর ব্যপক প্রভাব পড়েছে।অনেক শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী লকডাউনে বেকার হয়ে পড়েছেন। সেই সময় গদাইপুর ইউনিয়নের ইউপি সদস্য পদপ্রার্থী ঈদকে সামনে রেখে নিজ অর্থায়নে উপহার বিতরণে ব্যাপক সাড়া ফেলেছে।
শেখ হারুন-অর-রশিদ হিরু বলেন, আমরা সবাই যেনো ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি সেই লক্ষ্যে বাস্তবায়নের জন্য ওয়া র্ডবাসীর জন্য আমার সামান্য উপহার।
No comments
please do not enter any spam link in the comment box.