Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    বাগেরহাটে ইয়াসের জোয়ারের পানিতে কেঁড়ে নিলো শিশুর প্রাণ-খুলনার খবর

    এস,এম ককামরুজ্জামান টুকু,মোংলা প্রতিনিধি|| বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট প্রবল জোয়ারের পানিতে ডুবে জিনিয়াত (৪) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে বুধবার (২৬ মে) দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড় ইয়াস ও জোয়ারের পানিতে বাড়ির উঠান ভরে গেলে বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় কামাল গাজীর কন্যা ও লিজা বেগম এর কন্যা জিনিয়াত বাড়ির পিড়ায় বসে খেলছিল।

    খেলার কোন এক পর্যায়ে জিনিয়াত উঠানের পানিতে পড়ে যায়।  পরে মেয়ে জিনিয়াত কে পিড়ায় না দেখে তারা পানিতে খুঁজতে নেমে ৩ ঘন্টা পর শিশুটির নিথর মরাদেহ উদ্ধার করে। মর্মান্তিক এ ঘটনায় জিনিয়াতের পরিবার'সহ এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad