খুলনার ডুমুরিয়ায় ক্ষতিগ্রস্হ চিংড়ি ও কাঁকড়া চাষীদের মধ্যে মৎস্য খাদ্য ও সরঞ্জাম বিতরণ
খুলনার খবর||খুলনার ডুমুরিয়ায় করোনা ও আম্পান ঝড়ে ক্ষতিগ্রস্হ চিংড়ি ও কাঁকড়া চাষীদের মধ্যে মৎস্য খাদ্য ও সরঞ্জাম বিতরণ করা হয়েছে।আজ বুধবার (৫ মে) দুপুরে উপজেলা মৎস্য উৎপাদন খামারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ। সভায় প্রধান অতিথির বক্তব্যদেন মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ আবু সাঈদ।
বিতরণী সভায় স্বাগত বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কার সিদ্দীক জানান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্হার সহযোগিতায় মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি বেজড ক্লাইমেন্ট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড এ্যাকুয়া কালচার ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় করোনা ও আম্পান ঝড়ে ক্ষতিগ্রস্হ উপজেলার ১০০ জন মৎস্য চাষীদের মধ্যে চিংড়ি খাদ্য ও কাঁকড়া চাষীদের মধ্যে খাঁচা বিতরণ এবং প্রত্যেক চাষীদের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা প্রদান করা হচ্ছে।ইতোপূর্বে প্রকল্পের আওতায় উপজেলার ১০০ জন নারী মহিলা সূফলভোগীকে প্রশিক্ষণসহ পুষ্টি ও খাদ্য উপকরণ (সরিষার তেল,মুসুরি ডাল,জীবন্ত মাছ এবং বিভিন্ন ধরণের সবজি) প্রদান করা হয়েছে।
এসময় উক্ত বিতরন অনুস্ঠানে আরো উপস্থিত ছিলেন মৎস্য দপ্তর খুলনার প্রকল্প পরিচালক সমীর কুমার সরকার,খুলনা বিভাগীয় সহকারি পরিচালক রাজ কুমার বিশ্বাস, ন্যাশনাল কমিউনিটি ম্যানজমেন্ট স্পেশালিষ্ট মোঃ মাছুদুর রহমান প্রমূখ।
No comments
please do not enter any spam link in the comment box.