খুলনায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫ ছাগল চোর আটক-খুলনার খবর
খুলনা জেলার রূপসা থানাধীন ইলাইপুর গ্রামে অভিযান চালিয়ে দু’টি ছাগলসহ ৫ পেশাদার চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।২৩ মে বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা,হলেন নগরীর দোলখোলা মতলেবের মোড়ের আবুর বাড়ির ভাড়াটিয়া আব্দুর রহিম শেখের ছেলে মোঃ রাসেল শেখ(২৬), ডুমুরিয়া থানার বাদুরগাছা গ্রামের মৃত সুলতান মীর্জার ছেলে মোঃ শহিদুল মীর্জা (২৮) ও মোঃ আবুল শেখের ছেলে মোঃ বাবলু শেখ (৩৫),রূপসা থানার বাগমারা গ্রামের মো.আলহাজ্ব ব্যাপারীর ছেলে মোঃ সাজু ব্যাপারী (২৫) এবং বাগেরহাট সদরের বিষ্ণুপুর এলাকার মৃত. কাশেম মোল্যার ছেলে মোঃ জলিল মোল্যা (৬০)।
জেলা ডিবি জানায়,২৩মে বিকেল ৪টারদিকে খুলনা জেলার রূপসা থানাধীনইলাইপুর গ্রামে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপারমোহাম্মদ মাহবুব হাসান এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই ইন্দ্রজিৎ মল্লিক ও এসআই বিষ্ণুপদ হালদার।
জেলা ডিবি জানায়,২৩মে বিকেল ৪টারদিকে খুলনা জেলার রূপসা থানাধীনইলাইপুর গ্রামে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপারমোহাম্মদ মাহবুব হাসান এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই ইন্দ্রজিৎ মল্লিক ও এসআই বিষ্ণুপদ হালদার।
এসময় রূপসা বাসস্ট্যান্ড হইতে তীলক দলিলউদ্দীন সড়কে মুজিবর শেখ এর মুদি দোকানের সামনে থেকে দু’টি ছাগলসহ ৫ পেশাদার চোরকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে এসআই বিষ্ণুপদ হালদার বাদী হয়েরূপসা থানায় মামলা দায়ের করেনে যার নং-২৩।
No comments
please do not enter any spam link in the comment box.