খুলনা বটিয়াঘাটার দলিল লেখক সমিতি প্রতিষ্ঠাতা সভাপতি শমসের আলীর মৃত্যু-খুলনার খবর
মহিদুল ইসলাম(শাহীন) বটিয়াঘাটা||খুলনা জেলার ঐতিহ্যবাহি বটিয়াঘাটা দলিল লেখক সমিতি প্রতিষ্ঠাতা সভাপতি ও দলিল লেখক সমিতি বর্তমান সভাপতি মোঃ আমিনুল ইসলাম এর পিতা এবং হরিণটানা সাউদিয়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব শমসেরের আলী গতকাল শুক্রবার রাত সাড়ে ১২ টার সময় দক্ষিণ হরিণটানা নিজেস্ব বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ,,, রাজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি ৪ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার জোহরবাদ সাউদিয়া জামে মসজিদ মাঠে স্বাস্হ্য বিধি মেনে হাজার হাজার লোকের উপস্হিতিতে জানাজা শেষে নিরালা কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুর খবর শুনে ছুটে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, থানার ওসি রবিউল কবীর, কমিশনার জেড এ মাহমুদ ডন, প্রেসক্লাব মহিদুল ইসলাম শাহীন, সহ সম্পাদক শাহীন বিশ্বাস, সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিক, সাবেক জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, সমিতির সাধারণ সম্পাদক আঃ হালিম আকুন্জিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ
এবং দলিল লেখক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্য দিকে দলিল লেখক সমিতি প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শমসেরের আলীর মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বটিয়াঘাটা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান উজ্জ্বল, হিরামন মন্ডল সাগর, অমলেন্দু বিশ্বাস, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন সুমন, সহ সম্পাদক শাহীন বিশ্বাস, এস এম বজলুর রহমান, সোহরাব হোসেন মুন্সি, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সাংবাদিক কামাল হোসেন, অজিত রায়, শাওন বিশ্বাস, সৌরভ বাছাড়, বিএম হানিফ, রুবেল গোলদার, নাজমুল হাচান নান্নু প্রমুখ।
উল্লেখ্য দির্ঘ ২৬ বছর যাবৎ সুমানের সহিত বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
No comments
please do not enter any spam link in the comment box.