খুলনার "পিটিআই" মহিলা হোস্টেলে কোয়ারেন্টিনে থাকা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশের এএসআই গ্রেপ্তার
খুলনার খবরখুলনা নগরীর প্রাইমারি টিচারার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) মহিলা হোস্টেলে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত এক গৃহবধূকে(২২) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পুলিশের এএসআই মোখলেছুর রহমানকে (৪৪) সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮মে) কেএমপি’র অতিরিক্ত উপকমিশনার মোঃ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগর পুলিশ এবং জেলা প্রশাসন ঘটনার তদন্ত করছে। নির্যাতিত গৃহবধূ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়,গতকাল সোমবার (১৮মে) খুলনা সদর থানায় নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে এএসআই মোখলেছুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।এ মামলা দায়েরের পর অভিযুক্ত এএসআই মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এ মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই আবু সাঈদ বলেন, এএসআই মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করে গতকাল সোমবার (১৭ মে) আদালতে পাঠানো হয়। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত মোখলেছুর রহমান কেএমপির কোর্ট সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি খুলনার পিটিআই’র মহিলা হোস্টেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন। তিনি যশোর সদরের দৌলদিহি এলাকার মৃত মোঃ সেকেন্দার আলীর ছেলে।
No comments
please do not enter any spam link in the comment box.