পাইকগাছায় প্রতিবন্ধী পরিবারের জমি দখল করে পাঁকা ঘর নির্মানের অভিযোগ,প্রশাসনের হস্তক্ষেপ কামনা
মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি|| পাইকগাছায় এক প্রতিবন্ধী পরিবারের জমি দখল করে পাঁকা ঘর নির্মানের অভিযোগ। প্রতিবন্ধী পরিবারের থানায় জিডি।
জিডি সূত্রে ও সরেজমিনে জানা গেছে, পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির শ্যামনগর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী খলিল গাজী পৈত্রিক সূত্রে জমি প্রাপ্ত হইয়া দৃষ্টি প্রতিবন্ধী স্ত্রী রহিমা বেগম ও দু'বুদ্ধি প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বসবাস করে আসছে। কিন্তু প্রতিবেশী জব্বার গাজীর পুত্র নজরুল গাজী ও শহিদুল গাজী গং প্রতিবন্ধী খলিল গাজীর জমির আইল সীমানায় ১.২৮ শতক জমি দবর দখল করে পাকা বাড়ি নির্মান কাজ করার জন্য ভিত খুড়ে। প্রতিবন্ধী পরিবারের লোকেরা বাধা দিলে প্রতিপক্ষ গং বাধা নামেনে কাজ করতে থাকলে উপায়ন্ত না পেয়ে (২২ মে) পাইকগাছা থানায় জিডি করে ভুক্তভোগী প্রতিবন্ধী পরিবার। যার নং ১১১১।
বুদ্ধি প্রতিবন্ধী খলিল গাজী ও তার স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী রহিমা বেগম বলেন, আমরা লেখা পড়া জানিনা ও চোখেও দেখিনা। আমাদের জমি জবর দখল করে পাকা বাড়ি নির্মান করছে। আমরা ভুক্তভোগী প্রতিবন্ধী পরিবার চাই প্রশাসন আমাদের পাশে থেকে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
No comments
please do not enter any spam link in the comment box.