Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    জেলা টু জেলা গনপরিবহন বন্ধ মানুষ কি থেমে আছে,পার্থক্য শুধু গাড়ি বদলানো - খুলনার খবর

    প্রনয় কুমার দাস,অভয়নগর প্রতিনিধি|| গতকাল শুক্রবার (৬মে) থেকে চালু হল জেলা ভিত্তিক গনপরিবহন। দেশের  প্রতিটি জেলার ন্যায় খুলনাও যশোরে গতকাল ৬মে সকাল থেকে  চালু হয়েছে গনপরিবহন।

    কিন্তু বিশেষ কথা হলো খুলনা ও যশোরের মাঝামাঝি সীমানা হলো যুগীনিপাশা যেটাকে অনেকে শেষসীমানাও বলে থাকে। যশোর থেকে বাস এসে থামছে শেষ সীমানায় এবং খুলনা থেকেও বাস এসে থামছে শেষ সীমানা।তাতে কি উপকার হলো এই করোনা মহামারি ঠেকাতে।

    বাস পরিচালকরা তারা ঠিকই জেলার বাইরে তাদের পরিবহনগুলো নিয়ে যাচ্ছেনা।শুধু আধা মিনিটের দুরুত্বে যাত্রিদের নামিয়ে দিচ্ছে।যাত্রিরা এই বাস থেকে নেমে অন্যবাসে করে তার গন্তব্য চলে যাচ্ছে। এতে কি মানুষের চলাচলে কিংবা ভিড় কমাতে কোন উপকার হচ্ছে। শুধুমাত্র যাত্রীরা একটা গাড়ি পাল্টে আরেকটা গাড়িতে ওঠছে।তাহলে সরকার ঘোষিত লকডাউন এবং একজেলার মানুষ অন্য জেলায় না যাওয়ার ঘোষনা কতটা বাস্তবায়িত হচ্ছে।

    এভাবে চলতে থাকলে করোনা মহামারি বেড়েই যাবে। আর আমাদের জীবনের ঝুঁকিও বাড়বে। সরকারের এই সিদ্ধান্তটার সুফল পেতে হলে সঠিক তদারকি বাড়াতে হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad