Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    যশোরে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন এডিটরস্ ফোরামের আয়োজনে মনববন্ধন পালিত-খুলনার খবর

    মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি|| সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে যশোরে সংবাদপত্রসম্পাদকদের সংগঠন এডিটরস্ ফোরামের আয়োজনে মনববন্ধন পালিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২০মে) কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ,মানববন্ধন ওপ্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

    শহরের কালেক্টরেট চত্বরে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।এসময় নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

    এডিটরস্ ফোরাম এর সেক্রেটারি ও বজ্র কলম পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ. কে. এম নুরুল আমিন বলেন, সঠিকভাবে তদন্ত করে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনাকে নির্যাতনের সাথে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবে সাংবাদিক সমাজ।

    তিনি আরো বলেন,স্বাস্থ্য বিভাগের দুর্নীতি নিয়ে রিপোর্ট করায় পরিকল্পিতভাবে ডেকে নিয়ে রোজিনাকে এ হয়রাণি করা হয়েছে। গণমাধ্যম কর্মীর সাথে এ আচরণ গোটা সাংবাদিক সমাজকে নিগৃহীত করার শামিল। দলমত নির্বিশেষে পেশাগত নৈতিক দায়িত্বের প্রশ্নে সাংবাদিকরা আজ একসাথে রাজপথে উল্লেখ করে নেতৃবৃন্দ পেশাগত দায়িত্বপালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান। এ দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেন।

    এদিকে সাংবাদিকদের এ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে উপস্থিত হন যশোরের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

    ফোরামের সভাপতি গোলাম মোস্তফা কাজলের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, গোলাম সরোয়ার- সহ-সভাপতি, সম্পাদক (সাপ্তাহিক বাংলালোক), এ্যাড. তাজ হোসেন তাজু -সহ-সভাপতি, সম্পাদক (সাপ্তাহিক রেড নিউজ), বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা (বাবু)- সহ-সভাপতি, (সাপ্তাহিক সোনালি দিন), আঃ মান্নাফ মুন্না- সহ-সভাপতি, (সাপ্তাহিক গ্রামের সংবাদ), আঃ সালাম গফ্ফার ছন্দ- সহ-সভাপতি, (সাপ্তাহিক সারসা বার্তা), মোঃ আসাদুল হক আসাদ- যুগ্ন-সাধারণ সম্পাদক,( সাপ্তাহিক স্মৃতি), আসাদুজ্জামান আশা- সাংগঠনিক সম্পাদক,( সাপ্তাহিক বজ্র কলম), খাজা ফজিল আইজ উজ্জল- সাংগঠনিক সম্পাদক, (সাপ্তাহিক চৌগাছা), গোলাম মোস্তফা- প্রচার সম্পাদক, (সাপ্তাহিক স্মৃতি), মাহফুজ হাসান শান্ত- দপ্তর সম্পাদক, (সাপ্তাহিক বজ্রকলম), বাপ্পি ঘোষ- সদস্য, (সাপ্তাহিক পল্লি কথা), এইচ. এম. বিপ্লব- সদস্য, (সাপ্তাহিক সোনালি দিন), গোলাম মোস্তফা মুন্না- সদস্য, (সাপ্তাহিক প্রত্যাহিকি), জি, এম অভি- সদস্য, (টাইম ভিশন), শাহজাহান আলী গোলদার- সদস্য, (সাপ্তাহিক যশোর টাইমস্), শাহাবুদ্দীন আলী গোলদার- সদস্য,(দৈনিক বেনাপোল), মোঃ গোলাম মোর্শেদ অনিক- সদস্য, (স্মৃতি অনলাইন),যশোর জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন তুহিন,(দৈনিক খুলনার খবর)মোঃ জাফর ইকবাল- সদস্য, (সাপ্তাহিক চৌগাছা), মোঃ সাজেদ আলম- সদস্য, (সাপ্তাহিক স্মৃতি), মোঃ জাহাঙ্গীর আলম- সদস্য, (সাপ্তাহিক গ্রামের সংবাদ), মোঃ মাহমুদুল হাসান- সদস্য, (সাপ্তাহিক স্মৃতি)প্রমুখ

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad