অভয়নগরে আন্তঃইউনিয়ন অনুর্ধব- ১৭ ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত-খুলনার খবর
প্রনয় কুমার দাস, অভয়নগর প্রতিনিধি।। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পর্যায়ে ' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ' ফুটবল টুর্ণামেন্ট( অনুর্ধ-১৭) ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমুলক সভা গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ( ভুমি) নারায়ণ চন্দ্র পাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ মানুষ মঈনুর জহুর মুকুল, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, অভয়নগর রেফারি সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও আরও অনেক সন্মানীয় বেক্তিবর্গ।
আগামী ২৯ মে শনিবার সকাল ১০ টার সময় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার শুভ উদ্ভধন করা হবে।
উপজেলার ৮ টি ইউনিয়ন ও নওয়াপাড়া পৌরসভাসহ মোট ৯ টি দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে।
আগামী ৩১ মে সোমবার ফাইনাল খেলার মধ্যদিয়ে এই টুর্ণামেন্টের সমাপ্তি ঘটবে।
No comments
please do not enter any spam link in the comment box.