খুলনার ডুমুরিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা- খুলনার খবর
খুলনার খবর|| খুলনার ডুমুরিয়ার সেনপাড়া গ্রামে গতকাল শনিবার (২২মে) বিকেলে সাফিয়া আক্তার (১২) নামের পঞ্চম শ্রেনীর এক পড়ুয়া স্কুল ছাত্রী ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের পারিবারিক সূত্র জানা গেছে,খুলনার রুপসা থানার আইচগাতী গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে নিহত স্কুল ছাত্রী সাফিয়া আক্তার ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে মায়ের সাথে নানা গোলাম শেখের বাড়িতে গত চার বছর ধরে বসবাস করে আসছে।গতকাল শনিবার বিকেলে সাফিয়া আক্তার বাড়ীর সকলের অগোচরে মামার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে যেয়ে লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে।
থানা পুলিশের এসআই ও ঘটনার তদন্তকারী কর্মকর্তা মোঃ শিহাব উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। লাশের ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কোন কারণ তিনি জানা যায়নি।
No comments
please do not enter any spam link in the comment box.