Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৪৪ জনের করোনা পজিটিভ,আরও তিনজনের মৃত্যু

    খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৪৪ জনের করোনা পজিটিভ এসেছে ।এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

    খুমেক পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৪৩ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ৪৪ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৪০ জন, বাগেরহাট ১ জন, সাতক্ষীরা ১ জন ও যশোর জেলার ১ জন রয়েছে।

    মৃতরা হলেন খুলনার রূপসার ঠাকুর চন্দ্র পাল(৭৫), বটিয়াঘাটার পারুল বালা (৮০) ও সোনাডাঙ্গার ইদ্রিস আলী (৬৫)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ২৫৬ জনের মৃত্যু হয়েছে।

    হাসপাতাল সূত্রে জানা যায়,আজ শুক্রবার (২১মে) বেলা ১১টা ৫০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঠাকুর চন্দ্র পাল (৭৫) নামে একজনের মৃত্যু হয়। তিনি রুপসার আলাইপুর পিঠাভোগ এলাকার বাসিন্দা মৃত তারক চন্দ্র পালের ছেলে। করোনায় আক্রান্ত অবস্থায় ১৬ মে হাসপাতালে ভর্তি হন।

    এদিন ভোর ৪টা ২০ মিনিটে একই স্থানে চিকিৎসাধীন অবস্থায় বটিয়াঘাটার কল্যাণশ্রী এলাকার মৃত প্রফুল্লের স্ত্রী পারুল বালা (৮০) মারা যান। তিনি ১৯ মে করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।

    এর আগে ভোর ৪টা ১০ মিনিটে নগরীর সোনাডাঙ্গা এলাকার ইয়াকুব আলীর ছেলে ইদ্রিস আলী (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ১৭ মে হাসপাতালে ভর্তি হন।

    খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে শুক্রবার (২১ মে) সকাল পর্যন্ত ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। রেডজোনে ৪৬ ও ইয়োলো জোনে ২৩ জন রয়েছেন। এরমধ্যে আইসিইউতে ৭ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad