খুলনায় গরমে অতিষ্ঠ নগরবাসী,প্রতিদিন বাড়ছে সূর্যের তাপ- খুলনার খবর
খুলনার খবর|| সকাল থেকেই শুরু হয় রোদে তাপ।দুপুর গড়াতেই তা আর সহ্য করা দায় হয়ে যায়।প্রতিদিন একটু একটু করে বাড়ছে সূর্যের তাপ।প্রচণ্ড গরমে বেলা বাড়তেই পথে-ঘাটে কমে যাচ্ছে লোকের সংখ্যা। তাপপ্রবাহের জেরে ঘেমে নেয়ে একাকার মানুষ।স্বস্তির জন্য আশ্রয় নিচ্ছে গাছের ছায়া অথবা বিল্ডিংয়ের নিচে।খুলনায় সারা দিন রোদের তীব্রতা এতটাই বেশি যে, মানুষজন অতিষ্ঠ হয়ে পড়ছেন।দিন ভর রোদের প্রভাবে রাতেও বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। জৈষ্ঠ্যের প্রথম সপ্তাহ অতিবাহিত হলেও দেখা নেই ঝড়-বৃষ্টির। অতিরিক্ত গরমে খুলনার জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বাড়ছে পানিবাহিত রোগ। ডায়রিয়ার পাশাপাশি জ্বর, সর্দিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। হিটস্টোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ বলেন, খুলনায় মাঝারি তাপদাহ বিরাজ করছে।গতকাল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.