অভয়নগরে আমডাঙ্গা খাল খননের বেহাল অবস্থা- খুলনার খবর
প্রনয় কুমার দাস,অভয়নগর প্রতিনিধি||অভয়নগরে আমডাঙ্গা খাল খননের বেহাল অবস্থা। রয়েছে ব্যাপক অনিয়মের অভিযোগ।দরপত্র মোতাবেক করা হচ্ছে না খনন কাজ। মুল ঠিকাদার বাদে কাজ করছে সাব ঠিকাদার। জমি অধিগ্রহণ না করা ও কাজে অনিয়মের অভিযোগে ফুসে উঠেছে ভবদহ এলাকার মানুষ।
সরেজমিনে গতকাল সোমবার (১০ মে) সকালে খনন এলাকায় গিয়ে দেখা যায়, এলাকাবাসী সেচ্ছাশ্রমে খাল খনন করে যে বেড়িবাঁধ তৈরি করেছিল লংবুম সেখানে দাঁড়িয়ে আছে। লংবুম চালক উজ্জ্বল খালের পূর্ব পাশের ঢাল ভেঙ্গে খালের তলদেশ থেকে কোনরকম কাদামাটি তুলে খালের পাড়ে প্রলেপ দিচ্ছে।
এসময় পানি উন্নয়ন বোর্ডের কোন প্রতিনিধিকে সেখানে খুঁজে পাওয়া যায়নি। লংবুম চালক উজ্জ্বলের সাথে কথা হলে তিনি জানান, ঠিকাদারের নির্দেশ মোতাবেক কাজ করছি।
এ ব্যাপারে বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়,আমডাঙ্গা খাল খননের শুরুতেই অনিয়ম করেছে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান। এভাবে খনন করা হলে বর্ষা মৌসুমে আমরা ডুবে মরব। তারা আরও বলেন দ্রুত সময়ের মধ্যে জমি অধিগ্রহণ করতে হবে ও খালের পানি নিষ্কাশন করে খনন কাজ করতে হবে। খনন কাজে অনিয়ম বন্ধ না হলে কঠোর আন্দলোন গড়ে তোলা হবে।
No comments
please do not enter any spam link in the comment box.