প্রচন্ড তাপদাহে পুড়ছে অভয়নগর,জনজীবন অতিষ্ঠ -খুলনার খবর
প্রনয় কুমার দাস,অভয়নগর প্রতিনিধি||তাপদাহে পুড়ছে অভয়নগর। তাতানো- পোড়ানো রোদে দমবন্ধ অবস্থা অভয়নগরের প্রকৃতিতে। এখানকার তাপপ্রবাহ মাঝারি ধরনের হলেও পড়েছে প্রচন্ড গরম।
দিনভর সূর্য যেন আগুন ঢেলে দিচ্ছে। ফলে গরমে জনজীবনে নাভিশ্বাস অবস্থা। হাসফাস দশা প্রাণীকুলেরও।মাঝে মাঝে দু-এক দিন সামান্য পরিমাণ বৃষ্টি হলেও গরমের কমতি নাই।
এদিকে গরমের দাপট চরমে ওঠায় মৌসুমি ফলের দোকানে মানুষের ভিড় চোখে পরার মত। গরম থেকে বাচতে রাস্তার পাশে তালশাঁস খেতে দেখা যায় পথচারীদের। এছাড়া তরমুজ, লিচুর মত রসালো ফলের বিক্রিও বেশ বেড়েছে।
এছাড়া এখানকার বাজারগুলোর রাস্তার পাশের শরবতের দোকানেও উপচে পড়া ভিড়। আবহাওয়া অধিদপ্তর বলেছেন এরকম তাপপ্রবাহ আরও কিছুদিন চলবে।
এতে করে অভয়নগরবাসীর জনজীবন আরও অতিষ্ঠ হয়ে উঠবে।
No comments
please do not enter any spam link in the comment box.