Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    সাড়ে পাঁচশ বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে শুভরাড়া পীর খানজাহান আলী (র.) মসজিদ-খুলনার খবর

    প্রনয় কুমার দাস,অভয়নগর প্রতিনিধি|| প্রায় সাড়ে ৫শ বছরের স্মৃতি ধারণ করে যশোরের অভয়নগরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শুভরাড়া পীর খানজাহান আলী (র.) মসজিদ। বাংলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম মুসলিম ধর্ম প্রচারক খান জাহান আলী(র.) স্মৃতি বিজড়িত এই মসজিদ দেখতে প্রতিদিনই ছুটে আসেন বিভিন্ন অঞ্চলের ধর্মপ্রাণ মানুষ।

    কারুকার্য ও নির্মাণশৈলিতে অনন্য এই স্থাপত্যশিল্প মুগ্ধ করে তাদের। যশোরের অভয়নগর উপজেলা সদরের নওয়াপাড়া থেকে ১৫ কি.মি.দূরে অবস্থিত শুভরাড়া গ্রাম। অসংখ্য গাছগাছালী ও বাশবাগানে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামটি।এখানেই অবস্থিত খাঞ্জালি মসজিদ।বহুদূর থেকে নজরে আসে এই মসজিদের গম্বুজ।

    স্থানীয়রা জানান, পুরানো এই মসজিদটি এক সময় ভেঙে পড়েছিল যত্নের অভাবে। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মূল আদল ঠিক রেখে মসজিদটি সংষ্কার করে। এখানে নিয়মিত ওয়াক্তের নামাজ অনুষ্ঠিত হয়।ইতিহাস গবেষকদের মতে খ্রিস্টীয় ১৪৪৫ থাকে ১৪৫৯ সালের মধ্যে কোনো এক সময়ে হযরত খানজাহান আলী (র.) এই খাঞ্জালি মসজিদটি নির্মাণ করেন। এতে একটি মাত্র গম্বুজ ও চার কোনে চারটি মিনার আছে। মসজিদটির উচ্চতা ২৫ ফুট।

    প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা কার্যালয় জানায়, কারুকাজ ও নির্মাণশৈলী অবিকৃত রেখে প্রায় সাড়ে ১৩লাখ টাকা ব্যয়ে পাঁচবার মসজিদটি সংস্কার করা হয়েছে। খান জাহান আলী (র.)এর স্মৃতি বিজরিত এই মসজিদ দেখতে ছুটে আসেন বিভিন্ন অঞ্চলের মানুষ।এই মসজিটাকে ভালোভাবে সংস্কার করে আরো পর্যটককে আকর্ষন করে তাদেরকে ইতিহাস ঐতিহ্য তুলে ধরার দাবি স্থানীয়দের।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad