Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ কৃষি অফিসার পুত্র আটক০২- খুলনার খবর

    মহিদুল ইসলাম (শাহীন),বটিয়াঘাটা|| জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে ছয়শত দশ গ্রাম গাঁজাসহ ০২ (দুই) জন গ্রেফতার। 

    গত ২৮ মে মধ্যরাতে খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম ডুমুরিয়া থানা এলাকায় মাদক উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন।

    অভিযান পরিচালনাকালে দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে খবর পেয়ে ২৮/০৫/২০২১ খ্রিঃ তারিখ রাত ০৮.৩০ টার সময় ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া হইতে শলুয়া বাজারগামী উত্তর পাটকেলপোতা গ্রামস্থ জনৈক জিনারুল গাজীর বাড়ির সামনে পৌছায়ে আসামি ১। সৌমেন বৈরাগী (৩০), পিং- মিহির বৈরাগী, মাতা-ঝর্না মন্ডল, সাং- শৈলমারী (উত্তর পাড়া), ২। উৎসব হালদার (২০), পিং- মনোজ কান্তি হালদার, মাতা- কাকলী রায়, সাং- শৈলমারী (দক্ষিন পাড়া), উভয় থানা-বটিয়াঘাটা, জেলা- খুলনাদ্বয়কে গ্রেফতার করেন।

    গ্রেফতার পূর্বক ১ নং আসামির নিকট হতে খবরের কাগজ দ্বারা মোড়ানো ৪০০ (চারশত) গাঁজাসহ এবং ২ নং আসামির নিকট হতে খবরের কাগজ দ্বারা মোড়ানো ২১০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক ২৮/০৫/২০২১ তারিখ রাত ০৮.৪৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন।

    উক্ত ঘটনায় উপরোক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা নং- ২৭, তারিখ- ২৯/০৫/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন। 

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad