শ্যামনগরে ইয়াস এর প্রভাবে নদী ভাঙ্গনে দুর্গতদের মাঝে সুপেয় পানি বিতরণ-খুলনার খবর
শ্যামনগর প্রতিনিধি||ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের তান্ডবে উপকূলীয় এলাকাবাসীর জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াস এর কারনে বেড়িবাঁধ ভেঙ্গে নদীর পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পাশাপাশি সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে উপকূলীয় জনগণ।
এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স ইয়াস এর প্রভাবে নদী ভাঙ্গনে দুর্গতদের মাঝে সুপেয় পানি বিতরণ শুরু করেছে।
গতকাল রোববার (৩০ মে) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই পানি বিতরণ করা হয়। পানি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জি এম আব্দুর রউফ, ইউপি সদস্য কৃষ্ণ পদ মন্ডল, লিডার্সের প্রশাসনিক কর্মকর্তা অসিত কুমার মন্ডল প্রমুখ।
No comments
please do not enter any spam link in the comment box.