দৈনিক খুলনার খবরের পক্ষ থেকে সাবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা || খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| পবিত্র রমজান মাসের শেষে ঈদ-উল-ফিতর অথবা ঈদুল ফিতর উৎসব পালিত হয়। ঈদের মওসুমে চারদিকে সাজ সাজ রব থাকে প্রতিবছর। তবে এবারে করোনা মহামারী এবং ঘূর্ণিঝড় আমফানের যৌথ প্রকোপে চিত্রটা অবশ্যই অনেকটা আলাদা। তবু মন ভালো রাখতে উৎসবের প্রাক্কালে কাছের মানুষকে পাঠিয়ে দিন কিছু সুন্দর শুভেচ্ছা বার্তা। আপনার জন্য রইল "দৈনিক খুলনার খবরের" পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।আপনার পাঠানো কার্ড আর সুন্দর কিছু বার্তা দিয়ে যথাসম্ভব সুন্দর করে তুলুন আপনার পরিজনের উৎসব।মুসলিমরা একে অন্যকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা জানায় ‘ঈদ মোবারক’।
No comments
please do not enter any spam link in the comment box.