আজ থেকে সীমিত আকারে লাগেজভ্যান দিয়ে মালবাহী ট্রেন চালু ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাবারের যোগান ঠিক রাখতে কাঁচামালবাহী তিনটি ট্রেন চালু করতে যাচ্ছে সরকার।আজ শুক্রবার ১মে থেকে লাগেজভ্যান দিয়ে মালবাহী এই ট্রেনগুলো চালু হবে। জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও)।
ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–জামালপুর পথে প্রতিদিন লাগেজ ভ্যান চলাচল করবে। আর তিনদিন চলবে ঢাকা–যশোর পথে। কী পরিমাণ মালামাল ব্যবসায়ীরা আনতে চান তার ওপর নির্ভর করবে ট্রেন বর্ধিত করা হবে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। এ সময় কিছু কিছু মালবাহী ট্রেন চালু রাখা হয়। এসব ট্রেন দিয়ে মূলত সরকারের খাদ্যপণ্য ও জ্বালানি তেল আনা নেওয়া হতো।
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, লাগেজভ্যান ট্রেনের মাধ্যমে শাক-সবজি,ফলমূলের পাশাপাশি মাছ-মুরগিও আনা নেওয়া করা যাবে। আগে বিভিন্ন মেইল ও লোকাল ট্রেনে যাত্রীবাহী বগির সঙ্গে এক বা একাধিক লাগেজ ভ্যান যুক্ত করে দিয়ে মালামাল পরিবহন করা হতো। এখন এসব ভ্যান জোড়া দিয়ে একটা পার্শ্বেল ট্রেন বানিয়ে চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.