আজ রংপুর বিভাগের আট জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| রংপুর বিভাগের আট জেলার সঙ্গে আজ সোমবার (৪ মে) করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (৪ মে) সকাল ১১টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে এ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আর জেলা পর্যায় থেকে স্ব-স্ব জেলার কর্মকর্তা ও দায়িত্বশীল পদধারী ব্যক্তিরা এতে যুক্ত থাকবেন।
করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দেশব্যাপী ধারাবাহিকভাবে এ ভিডিও কনফারেন্স করে আসছেন। গত এপ্রিল থেকে তিনি এ অনুষ্ঠান শুরু করেন।
No comments
please do not enter any spam link in the comment box.