Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    শর্ত মেনে ঈদের জামাত || খোলা জায়গায় ঈদের নামাজ আদায় নিষিদ্ধ

    ফাইল ছবি

    খুলনার খবর২৪||দেশে করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় টানা সপ্তম দফায় সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সর্বসাধারণের জন্য জুড়ে দেয়া হয়েছে ১৩টি শর্ত।

    এর মধ্যে সবশেষ শর্তে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সরকারের বর্তমান স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে হবে। উন্মুক্ত স্থানে ঈদের বড় জমায়েত পরিহার করে সীমিত রাখার নির্দেশনা দিয়েছে সরকার।করোনার কারণে ১৩ শর্তে পালন করা যাবে এবারের ঈদের জামাত।ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে নিম্নবর্ণিত শর্তগুলো হলো,,,,,,

    ১.পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ দেশে করোনা ভাইরাস পরিস্থিতি জনিত কারণে এবছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামায়াত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হলো।

    ২. ঈদের নামাজের জামায়াতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে।

    ৩. ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে দাঁড়াতে হবে।এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।

    ৪. করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে ওযুর স্থানে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

    ৫. মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে।

    ৬.ইমাম, খতিব ও মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবে।

    ৭. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

    ৮. ঈদের নামাজের জামায়াতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদে রাখা জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

    ৯. শিশু, বয়োবৃদ্ধ, যে কোন অসুস্থ ব্যক্তি ঈদের নামাজের জামায়াতে অংশগ্রহণ করতে পারবেন না।

    ১০. সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিত কল্পে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

    ১১. করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে জামায়াত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো থেকে বিরত থাকতে হবে।

    ১২. করোনা ভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য খতিব ও ইমামগণকে অনুরোধ করা যাচ্ছে।

    ১৩.মুসুল্লিগন নিজে জায়নামাজ সংগে আনতে পারবেন।এবং একই মসজিদে একাধিক ঈদের জামাতের আয়োজন করা যাবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad