খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে আরও দুজনের করোনা শনাক্ত ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে।এদের মধ্যে দুজনই নারী।এর মধ্যে একজন খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটির ঠিকানা ব্যবহার করেছেন। তবে তাঁর বাড়ি ঢাকায়।অপর জনের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার শ্রীরামপুরে।
খুমেক কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ জানান,গত রোববার (১০মে) খুমেক ল্যাবে ১৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার ৬৯ টি এবং বাগেরহাট ও সাতক্ষীরার ১০৩ টি নমুনা। এ পর্যন্ত খুলনা মেডিকেল এর পিসিআর ল্যাবে মোট ৩০ জন করোনা রোগী শনাক্ত হলেন। আর খুলনা জেলায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৭জনে।
জানা গেছে, খুলনায় আক্রান্ত হওয়া নারী গত শনিবার করোনা উপস্বর্গ নিয়ে স্বামীর সঙ্গে ঢাকা থেকে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে আসেন।এবং রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে বেলা ১১টার দিকে আবারও ঢাকায় চলে যান। ওই নারীর এক আত্মীয় জানিয়েছেন, কয়েক দিন ধরে ঢাকায় পরীক্ষা করাতে ব্যর্থ হয়ে ওই নারী খুলনায় এসে পরীক্ষা করিয়ে আবার ঢাকায় চলে গেছেন। তিনি ঢাকার একটি চুড়ি তৈরির কারখানায় কাজ করেন। ওই নারীর সঙ্গে ঢাকা থেকে আরও এক নারী (২৬) এসে নমুনা পরীক্ষা করিয়েছেন। তবে তাঁর করোনা নেগেটিভ এসেছে।
তবে ঢাকা থেকে আসা সেই নারী যে বাড়িতে উঠেছিলেন সেই বাড়ি লকডাউন করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।
No comments
please do not enter any spam link in the comment box.