পূবালী ব্যাংকের পিরোজপুর শাখাটি লকডাউন করা হয়েছে || পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে
জানা যায়, পূবালী ব্যাংকের একজন কর্মকর্তার করোনা শনাক্তের রিপোর্ট আসে গত সোমবার (২৫মে) ঈদের দিন রাতে। পিরোজপুরের স্বাস্থ্য বিভাগ বিষয়টি জানার পর প্রশাসনের সহায়তায় রাতেই আক্রান্তের শহরের শিক্ষা অফিস এলাকার বাসাটি লকডাউন করে দেয়।বর্তমানে ব্যাংক কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
গত মঙ্গলবার ২৬মে পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালসহ পুলিশ কর্মকর্তারা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের শাখাটি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেন।এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষান দেন।
উল্লেখ্য, পিরোজপুর জেলায় এপর্যন্ত ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এক জনের মৃত্যু হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.