ভেঙ্গে গেলো অপূর্ব-নাজিয়ার সংসার|| দ্বিতীয় বিয়েও টিকলোনা অপূর্বের
ছবি-সংগৃহিত |
গত রোববার ১৭মে বিকালে নাজিয়া হাসান তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিবাহবিচ্ছেদের বিষয়ে ইঙ্গিত দেন। এক স্ট্যাটাসে তিনি লেখেন, স্টপ কলিং মি ভাবি এভরিওয়ান।পরে বিচ্ছেদের বিষয়ে নাজিয়া হাসান বলেন,আমাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না। যদি কখনো মনে করি, তখন বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত জানাব।
উল্লেখ্য, ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপূর্ব। এটি তার দ্বিতীয় বিয়ে। এ সংসারে জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। এর আগে জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ভালোবেসে বিয়ে করেছিলেন অপূর্ব। ২০১০ সালের ১৮ আগস্ট একটি নাটকের শুটিং করতে গিয়ে বিয়ে করেন তারা। কিন্তু রাজিব নামে এক যুবকের সঙ্গে প্রভার সম্পর্কের কথা জানতে পেরে ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি এ সংসারের ইতি টানেন অপূর্ব।
এ বিষয়ে অপূর্বর মন্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
No comments
please do not enter any spam link in the comment box.