Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    আগামী রবিবার থেকে প্রথম দফায় সীমিত পরিসরে ৮টি আন্তনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||  আগামী রবিবার থেকে প্রথম দফায় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ৮টি আন্তনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

    গতকাল বৃহস্পতিবার (২৮মে) এ সংক্রান্ত এক তালিকা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী সকল ট্রেন চলাচল বন্ধ ছিলো।

    প্রথম দফায় আগামী রবিবার (৩১মে) থেকে সুবর্ণ এক্সপ্রেস (চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম), উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম), লালমনি এক্সপ্রেস (লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট), কালনী এক্সপ্রেস (সিলেট-ঢাকা-সিলেট), চিত্রা এক্সপ্রেস (খুলনা-ঢাকা-খুলনা), সোনার বাংলা এক্সপ্রেস (ঢাকা-চট্টগ্রাম-ঢাকা), বনলতা এক্সপ্রেস (চাপাইনবয়াবগঞ্জ-ঢাকা-চাপাইনবয়াবগঞ্জ) ও পঞ্চগড় এক্সপ্রেস (পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়) চলবে।

    এছাড়াও দ্বিতীয় দফায় আগামী (৩ জুন) থেকে  আরও ৯টি আন্তনগর ট্রেন চালানো হবে। সেগুলো হলো- ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটের তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোলের বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-চিলহাটির নীলসাগর এক্সপ্রেস, খুলনা-চিলহাটির রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহীর কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দঘাটের মধুমতি এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটে মেঘনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad