Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    জুয়াখেলা নিয়ে বিরোধের জেরেই শ্রমিক নেতাসহ গুলিবিদ্ধ ২জন || খুলনার খবর২৪

    ছবি সংগৃহীত 
    খুলনার খবর২৪|| যশোরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা মিন্টু গাজী (৫০) ও ইমদাদুল (৫৫) নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার (০৪ মে) বিকেলে যশোর শহরের বকচর হুঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে।

    মিন্টু গাজী বকচর হুঁশতলা এলাকার হামিদ গাজীর ছেলে। তিনি পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক। এ সময়  আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তিনিও একই সংগঠনের সদস্য।

    পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক সোয়া চারটার দিকে ইমদাদুল ও মিন্টু গাজী ইফতারি কেনার জন্য হেঁটে হুঁশতলা মোড়ে যাচ্ছিলেন। কপোতাক্ষ লায়ন্স চক্ষু হাসপাতালের পাশে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ইমদাদুলের হাতে আঘাত করে শ্রমিক নেতা মিন্টুর পেটে বিদ্ধ হয়।তাদের দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।পেটে গুলিবিদ্ধ মিন্টুর অবস্থা খুবই আশঙ্কাজনক। সেই কারণে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। আর আহত ইমদাদুল আশঙ্কামুক্ত।

    জানা যায়, মিন্টু গাজী, ইমদাদুল, বকচর এলাকার বিল্লাল, লাল্টু, সাইফুল, লিটন প্রতিদিন হুঁশতলা কবরস্থানের পাশে একটি বাগানে জুয়া খেলেন। এই জুয়াখেলা নিয়ে তিন-চার দিন আগে তাদের মধ্যে বিরোধ হয়। তারই জের ধরেই গুলি করার ঘটনা ঘটতে পারে বলে পরিবারের দাবি।

    যশোর কোতোয়ালী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “দায়ী ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। কারা কী কারণে ঘটনাটি ঘটিয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad